রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণিতে গাইবান্ধা থেকে ঢাকায় আসা সৈকত শিউলি পরিবহন নামের একটি বাসের ধাক্কায় প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন প্রাইভেট কারের চালক।
আজ বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
ওসি আজাদ বলেন, ‘বুধবার বেলা ১১টার দিকে উত্তর বাড্ডার প্রগতি সরণি এলাকায় একটি আন্তজেলা পরিবহনের বাস প্রগতি সরণিতে একটি প্রাইভেট কারের পেছন থেকে ধাক্কা দেয়। এতে কেউ হতাহত না হলেও প্রাইভেট কারটির ব্যাপক ক্ষতি হয়। অল্পের জন্য বেঁচে যান প্রাইভেট কারের চালক। গাড়ি সামনে ও পেছনের দিকে ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়িতে যাত্রী ছিল কি না, জানা যায়নি।
ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন উল্লেখ করে ওসি আরও বলেন, সুপারভাইজারের সঙ্গে আমাদের একজন কর্মকর্তা কথা বলছেন। ঘটনাস্থলে থেকে তিনি বিষয়টি তদন্ত করছেন। বাসটি জব্দ করা হয়েছে।