Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় নূর মোহাম্মদ (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় স্থানীয়রা রায়পুরা সরকারি কলেজের পাশের পুকুরে মরদেহটি দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে। 

নিহত নূর মোহাম্মদ উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে এবং রায়পুরা সেরাজনগর মাদ্রাসা ও এতিমখানার নুরানি বিভাগের ছাত্র। 

নিহতের মা আছমা বেগম বলেন, ‘নূর মোহাম্মদ ও তার ভাই একই ক্লাসে পড়ালেখা করত। গতকাল শুক্রবার বিকেলে মাদ্রাসা থেকে তাদের দাদি বড় ভাইকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। সেখান থেকে ফিরে দেখেন মাদ্রাসায় নূর মোহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসায় খবর নিলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর রাত ১২টা পর্যন্ত আশপাশের বিভিন্ন স্বজনের বাড়িসহ এলাকায় খোঁজাখুঁজি করা হয়। আজ শনিবার মাদ্রাসা ও পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করার কথা ছিল। সকালে পথচারীরা পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় ভাসমান মরদেহ দেখতে পেয়ে মাদ্রাসায় খবর দেয়। সহপাঠীরা জানায়, সে রায়পুরা সরকারি কলেজের পুকুরে ডুবে মারা গেছে। তারপর সেখানে গিয়ে তার মরদেহ শনাক্ত করি।’ 

রায়পুরা থানার পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার জানান, ‘ধারণা করা হচ্ছে, সে পুকুরে গোসল করতে নেমে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ল্যাসিক মেশিন অকেজো, চিকিৎসাবঞ্চিত রোগীরা

দেশে কিডনি রোগী পৌনে ৪ কোটি

আপনার এলাকায় খুন হচ্ছে, থানায় বসে করেন কী: গভীর রাতে ওসিকে তরুণের জেরা

চাঁদাবাজির অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি জাকিরসহ দুজন গ্রেপ্তার

চীনের সঙ্গে সম্পর্কে ইতিবাচক, ভারতের বেলায় নেতিবাচক মনোভাব বেশি: জরিপ

৭ মাস পর শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

নতুন ১৮ ওয়ার্ড থেকে নামমাত্র রাজস্ব আসছে: ডিএনসিসি প্রশাসক

ধর্ষণবিরোধী মশাল মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, গণমিছিলের ডাক