নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদুল আজহাকে কেন্দ্র করে ফাঁকা রাজধানী ঢাকা। আজ রোববার সকালের দিকে সড়কে ব্যক্তিগত কিছু গাড়ির পাশাপাশি কিছু গণপরিবহনও দেখা গেছে। তবে নেই কোন যানজট, কোলাহল। গণপরিবহনগুলোতেও নেই কোন যাত্রীর চাপ।
রাজধানীর মিরপুর-১, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কাওরানবাজার, বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মিরপুর-১ নম্বর গোলচত্বরে দেখা গেল, রাজধানীর বিভিন্ন রুটের বাস সারি ধরে দাঁড়িয়ে আছে। তবে যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে বাসের সংখ্যাও কম।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বাস চালকের সহকারীদের হাঁকডাক থাকলেও দেখা মিলছে না যাত্রীদের। আসন ফাঁকা রেখেই বাসগুলো বিভিন্ন রুটে চলে যাচ্ছে। এই এলাকা ঘুরে দুপুর নাগাদও কোরবানী দিতে দেখা গেছে।
রামপুরা-বনশ্রীতে সড়কে রিকশার দাপট দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চাপ অনেক কম দেখা গেছে।
ঈদের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, আবাসিক এলাকায় আলাদা করে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাজার বা পিরদের আখড়ায় ঈদের জামাত হয়। সেসব জায়গায় হামলার আশঙ্কা থাকে। এ ধরনের জায়গা চিহ্নিত করেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন বলেন, যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঈদকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।