হোম > সারা দেশ > ঢাকা

রমজানে সুযোগ নিলে আল্লাহ মাফ করবেন না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমজানের প্রথম দিনে দ্রব্যমূল্যের পরিস্থিতি তদারকিতে বাজারে যান খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার দুপুরে তিনি কারওয়ানবাজার কিচেন মার্কেটের কয়েকটি পাইকারি চালের দোকান, চিনি, ভোজ্যতেল, ডাল, ছোলার দাম দেখতে আসেন। বাজার তদারকি শেষে কিচেন মার্কেটের চতুর্থ তলায় সমিতির কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে উৎসবের সময় ব্যবসায়ীরা পণ্যে ছাড় দেয়। রমজান মাসে মানুষ সংযমী হবে, সেখানে যদি আমরা সুযোগ নেই, তাহলে আল্লাহ তো আমাদের মাফ করবেন না। সেটাও ব্যবসায়ীদের দেখা দরকার। তাঁদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে। পণ্যের দাম আমরা চলে গেলে বাড়িয়ে দেবেন। আবার আমরা বাজারে আসলে পণ্যের দাম কমাবেন। তা ঠিক না।’ 

ভারতে দুর্গাপূজার সময় পণ্যের দামে ছাড় দেওয়া হয়। খ্রিষ্টানদের বড় দিনে ২০-২৫ শতাংশ ছাড় দেওয়া হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে তা হয় না। রমজান মাসে পণ্যের দামে ছাড় দেওয়া উচিত বলে জানান তিনি। বাজারে বিভিন্ন জিনিসের দাম কমে আসলেও ফলের দাম বাড়ছে। 

গরুর মাংসের কেজি ৭০০ টাকা হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, মাংসের দাম বাণিজ্য মন্ত্রণালয় দেখে না। এটি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় দেখে থাকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ন্যায্যমূল্যে মাছ-মাংস বিক্রি করবে। এ বছর কেন রোজার আগে মাংসের দাম বেঁধে দেওয়া হলো না, তা নিয়ে তিনি সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলেও জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭