নরসিংদীর মনোহরদীতে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মনোহরদী পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন।
মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, মনোহরদী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ফরিদ উদ্দিন, মো. জহির আহমেদ (ওসি তদন্ত), মনোহরদী উপজেলার বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।