অনলাইন ডেস্ক
আজকের পত্রিকার সহায়িকা কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় সপ্তাহের বিজয়ী হয়েছে ঢাকার মিরাজুর রহমান। সে বিএএফ শাহীন কলেজে চতুর্থ শ্রেণিতে পড়ে। মঙ্গলবার ঢাকার অফিসে তার বাবার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান।
পুরস্কারে মিরাজ ঢাকা-কক্সবাজার-ঢাকা এর তিনজনের বিমান টিকিট ও দুই হাজার টাকার উপহার পায়। পুরস্কার পেয়ে আনন্দিত মিরাজুরের বাবা।
এ বিষয়ে মিরাজুরের বাবা মাহাবুবর রহমান বলেন, ‘খুব খুশি হয়েছি। আজকের পত্রিকা শুরু থেকেই পড়ি। এটি বাসায় রাখছি প্রথম দিন থেকেই। পত্রিকার নামটি বেশ ভালো হয়েছে। সহায়িকা পাতাটি বেশ ভালো। আমার ছেলে সহায়িকা ও খেলার পাতা বেশ মনোযোগ দিয়ে পড়ে।’
এ সময় তিনি আজকের পত্রিকার জন্য শুভ কামনা জানান।