হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই: রানা দাশগুপ্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংখ্যালঘু বান্ধব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। অক্টোবর মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবিও জানান তিনি। নইলে আগামী সংসদ নির্বাচনের আগে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা নতুন করে ভাবতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি।

শনিবার চট্টগ্রামের মৈত্রী ভবন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাতের বিবরণ দিয়ে রানা দাশগুপ্ত আরও বলেন, প্রধানমন্ত্রীর ওপরে আমরা শেষ ভরসা রাখতে চাই। নির্বাচনী অঙ্গীকারগুলো অচিরেই বাস্তবায়নে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এই প্রত্যাশা করি।

কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত তাঁর বক্তব্যে দাবি আদায়ে আলোচনার পাশাপাশি জোরদার আন্দোলন গড়ে তোলার ওপর জোর গুরুত্ব আরোপ করেন। 

কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। 

সভায় সম্প্রতি নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রাণী বর্মণের হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ প্রকাশ করা হয় এবং এ ঘটনার জন্য দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিতের জোর দাবি জানানো হয়। 

প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভায় চট্টগ্রাম বিভাগের মোট ১৩টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য