হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় আনা দুই জনের ৫০-৮০ ভাগ দগ্ধ, বাকিরাও শঙ্কামুক্ত নন: সামন্ত লাল সেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণে দগ্ধ ১৪ জনকে আজকে রোববার ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। 

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সামন্ত লাল সেন বলেছেন, যাঁদের এখানে আনা হয়েছে, তাঁদের দুইজনের শরীরের ৫০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। বাকিদের অনেকের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁদের কেউই শঙ্কামুক্ত নন। 

চট্টগ্রাম থেকে স্থানান্তর করা ব্যক্তিদের মধ্যে সাধারণ মানুষ ১২ জন। অন্য দুজন দমকল বাহিনীর কর্মী। তাঁদের মধ্যে সাতজনকে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে বলে জানান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ। 

তিনি বলেন, ‘সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য কাজ করছেন। উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দলও সেখানে কাজ করছে।’

হেলিকপ্টারে করে ঢাকায় আনা দগ্ধরা হলেন— ফায়ার সার্ভিস কর্মী রবিন মিয়া (২২), গাউছুল আজম (২২), মাসুম মিয়া (৩২) ফারুক হোসেন (১৬), মহিবুল্লাহ (৩০) ফরমানুল ইসলাম (৩২) ও রুবেল মিয়া (৩৪)। 

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেছেন, ‘সন্ধ্যায় হেলিকপটার যোগে সাতজনকে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্য দুইজনের ৫০ ও ৮০ শতাংশ দগ্ধ আছে। তাঁদের দুইজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাকিদের ১৫ থেকে ২০ শতাংশ হবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য