Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

যুবদল নেতা জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুবদল নেতা জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ জনের কারাদণ্ড

নাশকতার এক মামলায় যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ নেতা-কর্মীকে দুই বছর ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এই রায় দেন। 

রায় ঘোষণার সময় এস এম জাহাঙ্গীর, শাহাবুদ্দিন সাগর, শাহ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

অপর ৭২ জন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। পলাতক আসামিদের মধ্যে কেউ মারা গেলে তাঁদের বিরুদ্ধে সাজা কার্যকর হবে না রায়ে উল্লেখ করেছেন বিচারক।

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে নাসিম, অপু, আশরাফ, মামুন, আমিনুল, এহসান, রিপন, শাহাদাত হোসেন, আলমগীর, মোখলেচুর, শহীদুল ইসলাম, মাসুদ, খোরশেদ আলী, শফিকুল ইসলাম উল্লেখযোগ্য।

এ ছাড়া এই মামলার রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় আশরাফ ও মনির হোসেনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাতে বলেন, ‘ছয়জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। আসামি জাহাঙ্গীরের নাম কেউ বলেননি। কোনো আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তারপরও সাজা দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে যারা কারাগারে আছে, তাদের পক্ষে আপিল করা হবে।’

ঘটনার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৬ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা অবরোধ চলাকালে আসামিরা রাজধানীর উত্তরার আজমপুর রেলগেটের সামনে অবৈধভাবে জড়ো হয়ে বোমা বিস্ফোরণ ঘটান। তখন
পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে কর্তব্য কাজে বাধার সৃষ্টি করেন। যানবাহন ভাঙচুর করেন। সেখানে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।

ওই দিনই জাহাঙ্গীরসহ বিএনপির ৭৩ নেতা-কর্মীকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা করে পুলিশ।

২০১৪ সালের ২০ এপ্রিল জাহাঙ্গীর হোসেনসহ ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, দুই ভাইকে কুপিয়ে হত্যা

তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে: মাগুরার শিশুটির মা

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ