Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মোবাইল কোর্টের খবরে যাত্রী নামিয়ে উল্টো পথে যাচ্ছে বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোবাইল কোর্টের খবরে যাত্রী নামিয়ে উল্টো পথে যাচ্ছে বাস

ডিজেলের দাম বাড়ায় বেড়ে গেছে বাস ভাড়া। সরকার-নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে চলছে অভিযান। তবে মোবাইল কোর্টের খবর পেলেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা। যাত্রীদের অভিযোগ, মোবাইল কোর্টের খবর পেয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে উল্টো ঘুরিয়ে চলে যাচ্ছে বাস।

আজ সোমবার রাজধানীর রামপুরা আবুল হোটেল ও আরামবাগের নটর ডেম কলেজের সামনে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক ও ড. সঞ্জীব দাসের নেতৃত্বে এই দুটি এলাকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৪টি মামলায় ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। 

মোবাইল কোর্টের অভিযান শুরুর কিছুক্ষণ পর থেকেই রাস্তায় কমতে থাকে বাসের সংখ্যা। কয়েকজন অভিযোগ করেন, মৌচাক এবং মালিবাগ রেলগেট এলাকায় এসেই অনেক বাস যাত্রীদের নামিয়ে দিচ্ছে। কেন নামিয়ে দেওয়া হচ্ছে জানতে চাইলে তাদের কোন সদুত্তর দিতে পারেনি বাস চালকেরা।

এদিকে রামপুরা আবুল হোটেলের সামনে রাইদা, অনাবিল, ভিক্টর ক্ল্যাসিক, আকাশসহ কয়েকটি বাসে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাদের জরিমানা করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, যেখানে ২ টাকা বেড়েছে সেখানে ৫ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। ৫ টাকার জায়গায় ১০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে।

আলমগীর কবির বলেন, বাসাবো থেকে রামপুরা যাওয়ার জন্য রাইদা বাসে উঠেছিলাম। মালিবাগ রেলগেট আসার পর বাস থেকে সবাইকে নামিয়ে দেয়। জিজ্ঞেস করলে তারা কিছু না বলেই বাস ঘুরিয়ে চলে যায়। 

ব্যবসায়ী সাদমান আহমেদ রাসেল অভিযোগ করেন, যাত্রাবাড়ী থেকে তুরাগের একটি বাসে করে আসার সময় মালিবাগ রেলগেটে তাকে নামিয়ে দেয় বাসটি। তিনি বলেন, বাসের সামনে সিএনজি চালিত লেখা স্টিকার লাগানো থাকলেও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছিল। বেশ কয়েকজনের সঙ্গে বাসে কন্ডাক্টরের সঙ্গে বাগ্‌বিতণ্ডাও হয়। আবুল হোটেলের সামনে মোবাইল কোর্ট বসেছে জেনে মালিবাগ রেলগেটে এসে জানায় বাস নষ্ট হয়ে গেছে। তখন সবাই নেমে যেতে বাধ্য হয়। কিন্তু কিছুক্ষণ পরেই বাসটি উল্টো ঘুরে চলে যায়।

সিটিং সার্ভিস বন্ধ হলেও বেশ কিছু বাস এখনো চেক, সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে যাত্রীরা মোবাইল কোর্টে অভিযোগ করেন। বেশির ভাগ বাসেই এখনো লাগানো হয়নি স্টিকার। সিএনজি চালিত স্টিকার লাগানো তুরাগ পরিবহনের যাত্রীরা নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। 

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাস বলেন, যারা অনিয়ম করছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। যেসব বাস ভাড়া বেশি নিচ্ছে তাদের সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানার নিয়ম থাকলেও সবকিছু বিবেচনা করে তিন থেকে চার হাজার টাকা জরিমানা করা হচ্ছে। ৮টি গাড়িকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। 

জুলাই-আগস্টের ২ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

নিপীড়নবিরোধী গণপদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ডিএমপির সাঁড়াশি অভিযানে ঢাকায় একদিনে গ্রেপ্তার ২৪৮

সাভারে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, নিহত ২

টাঙ্গাইলে শিক্ষাসফরের ৪ বাসে ডাকাতি

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গ্রামীণফোনের চাকরিচ্যুতদের ছত্রভঙ্গ করে কয়েকজনকে তুলে নিয়ে গেল পুলিশ

স্থানীয় নির্বাচন আগে করতে চাওয়া দুরভিসন্ধিমূলক: মির্জা আব্বাস

শতভাগ উৎসব ভাতার ঘোষণা না দিলে যমুনার সামনে ঈদের নামাজ পড়ার হুমকি শিক্ষকদের

গাজীপুরে রিসোর্ট থেকে ৪৪টি বন্য প্রাণী উদ্ধার