হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে আজও দেওয়া হচ্ছে পশু কোরবানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল আজহার আমেজ কাটেনি এখনো। গতকাল সারা দেশে পশু কোরবানির মধ্য দিয়ে পালিত হয় ইসলাম ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব। তবে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন জায়গায় পশু কোরবানি করতে দেখা গেছে।

ইসলাম ধর্মের বিধি মোতাবেক, ঈদের দিন ছাড়াও জিলহজ মাসের ১১ (ঈদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখেও (ঈদের তৃতীয় দিন) পশু কোরবানি করা যায়। আর এই বিধানের আলোকে দ্বিতীয় দিন অনেকে কোরবানির পশু জবাই করছেন।

অনেকেই জানালেন, ঈদের দিন অন্যান্য ব্যস্ততা থাকে। আবার কসাই পাওয়া যায় না অথবা একই পরিবারের অন্য কেউ কোরবানি দেওয়ায় দ্বিতীয় ও তৃতীয় দিন বেছে নেন তাঁরা। অনেকে আবার পারিবারিক কারণে দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।

আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন জায়গায় পশু জবাই করতে দেখা গেছে। পশু কোরবানির এই চিত্র সবচেয়ে বেশি দেখা যায় পুরান ঢাকায়। একই চিত্র দেখা গেছে গাবতলী, গুলশান, মিরপুর, উত্তরা, বনানী, বাড্ডাসহ রাজধানীর অন্যান্য এলাকায়ও।

কোরবানিদাতাদের ভাষ্য, দ্বিতীয় দিন কোরবানি দিলেও আমেজ ঈদের দিনের মতোই।

দক্ষিণ সিটি করপোরেশনের অনেক অংশজুড়ে পুরান ঢাকা। ঈদের দ্বিতীয় দিন পুরান ঢাকায় কোরবানি দেওয়ার রেওয়াজ অনেক আগে থেকেই। দ্বিতীয় দিনে কোরবানির আমেজ সেখানে ঈদের দিনের মতোই।

গুলিস্থান, বংশাল, হাজারীবাগ, বকশীবাজার, আরমানীটোলা, মালিটোলা এলাকায় ঈদের দিনের মতো খুব সকালে পশু কোরবানি দিয়েছেন বাসিন্দারা। এসব এলাকায় প্রথম দিনও অনেক পশু কোরবানি হয়েছে।

পুরান ঢাকার মতো নতুন ঢাকায়ও এখন অনেকেই এই রীতি অনুসরণ করছেন। মূলত কসাইয়ের অতিরিক্ত মজুরি আর সংকটের কারণে ঈদের দ্বিতীয় দিন কোরবানির জন্য বেছে নিয়েছেন তাঁরা।

হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় অনেকেই আজ কোরবানি দিচ্ছেন। 

আজ দ্বিতীয় দিনেও পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের কর্মীদের তৎপরতা দেখা গেছে। কোরবানির পর বর্জ্য নিয়ে গাড়িতে উঠিয়ে দিচ্ছেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার সারা দেশে পালিত হয় মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭