বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক তরুণের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর নিচে বাবুবাজার প্রান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের লাশ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তরুণের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ১৮-২০ বছর। পরনে ছিল হাফ হাতা সাদা প্রিন্টের গোল গলার গেঞ্জি ও জিনস প্যান্ট।
সদরঘাট নৌ-পুলিশের এসআই রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।