হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় দৌলতপুর যুবলীগ সভাপতি গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

মানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার রাত ২টার দিকে উপজেলার বাঘুটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইয়ুব আলী ভাদুরী (৪৫) দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রুরিয়া এলাকার আওলাদ হোসেন ভাদুরীর ছেলে। তিনি বাঘুটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই উপজেলায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হন। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৬ আগস্ট আওয়ামী লীগ ও তাঁদের সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মীর নাম উল্লেখ করে মহিদুর রহমান নামে এক ব্যক্তি দৌলতপুর থানায় একটি মামলা করেন।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল ওয়ারেস জানান, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য