Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় দৌলতপুর যুবলীগ সভাপতি গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় দৌলতপুর যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার রাত ২টার দিকে উপজেলার বাঘুটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইয়ুব আলী ভাদুরী (৪৫) দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রুরিয়া এলাকার আওলাদ হোসেন ভাদুরীর ছেলে। তিনি বাঘুটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই উপজেলায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হন। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৬ আগস্ট আওয়ামী লীগ ও তাঁদের সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মীর নাম উল্লেখ করে মহিদুর রহমান নামে এক ব্যক্তি দৌলতপুর থানায় একটি মামলা করেন।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল ওয়ারেস জানান, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে