Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মোটরসাইকেল আটকে যুগলের স্বর্ণলুট: ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করল ঢাবি 

ঢাবি প্রতিনিধি

মোটরসাইকেল আটকে যুগলের স্বর্ণলুট: ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করল ঢাবি 

চলতি বছরের ১৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল আটকে নারীকে হেনস্তা, স্বামীকে মারধর ও ১ লাখ ২০ হাজার টাকা দামের স্বর্ণলুট করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তাঁদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এ বিষয়ে পত্রপ্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ জানানো হয়। 

সাময়িক বহিষ্কৃতরা হলেন-কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আরাফাত তুষার এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য আইন বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহুল রায়। তুষার ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী, রাহুল রায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। 

‘বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত’ থাকায় তাঁদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘তাঁদের অপরাধ গুরুতর। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, তাঁদের ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়েছে; তাই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

স্বর্ণলুট করার ঘটনায় ১৭ জানুয়ারি শাহবাগ থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী ওই নারী। এঘটনায় গ্রেপ্তারের একদিন পরে ছাড়া পেয়ে যান ছাত্রলীগ নেতা তুষার। 

ফার্মগেটে হলিক্রস কলেজ ও চার্চের সামনে ককটেল বিস্ফোরণ

উত্তরায় ৬২ লাখ টাকার নিষিদ্ধ সিগারেটসহ গ্রেপ্তার ২

রাজধানীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ১১ জন গ্রেপ্তার

চকবাজারে দুই প্রতিষ্ঠানের বেবি পাউডারে আড়াই হাজার গুণ বেশি হাইড্রোকুইনোন, ক্যানসারের ঝুঁকি

বাসে আচার খাইয়ে যাত্রীকে অচেতন, অজ্ঞান পার্টির ৫ সদস্যকে পিটুনি

উত্তরায় মাইক্রোবাসে ২৯৮ বোতল ফেনসিডিল, দুজন গ্রেপ্তার

যাত্রাবাড়ীর রসুলপুরে ৭ দিন ধরে নেই গ্যাস, চরম ভোগান্তি

চেক প্রতারণায় এক কোটি টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মাহান্নান করিম গ্রেপ্তার

নতুন মামলায় গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান সাথী

মেনন-গাজী-আতিক-পলক আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার