নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাহাজের নকশা অনুমোদনের জন্য ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার মামলায় নৌপরিবহন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও সার্ভেয়ার এস এম নাজমুল হককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ সাজা ঘোষণা করেন।
আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রায় ঘোষণার সময় নাজমুল হক আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানাসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ করে এবং বিচারক মামলার অভিযোগকারীসহ রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
জাহাজের নকশা অনুমোদনের জন্য ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০১৮ সালের ১২ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি হোটেল থেকে নাজমুল হককে আটক করে দুদক। তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, সৈয়দ শিপিং লাইনস নামে একটি শিপিং কোম্পানির অভিযোগ পেয়ে নাজমুলকে গ্রেপ্তারের জন্য ফাঁদ পাতার পরিকল্পনা করা হয়। নাজমুল ওই কোম্পানির এক কর্মকর্তাকে ৫ লাখ টাকা নিয়ে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ঘুষ গ্রহণের পরপরই নাজমুলকে গ্রেপ্তার করেন দুদকের কর্মকর্তারা।
তদন্তের পর, ২০১৮ সালের ১২ নভেম্বর নাজমুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই নাজমুল ও তার স্ত্রী সাহেলা নাজমুলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, জায়গা দখল ও অর্থ পাচারের অভিযোগে দায়ের করা অপর একটি মামলায় ঢাকার অন্য একটি আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।