হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ ২ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় এসির কম্প্রেসর বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছে। সোমবার (১০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে মিরপুর ২ নম্বর বারেক মোল্লার মোড়ে একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে দুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

দগ্ধরা হলো কামরুজ্জামান জাহিদ (২২) ও মো. সিহাব (১৭)। 

দুজনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. নাহিদ জানান, তারা এসকে ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে এসি মেরামতের কাজ করে। রাতে একটি কক্ষে এসি মেরামতের সময় বিকট শব্দে কম্প্রেসরের বিস্ফোরণ হয়। এ সময় দুজন দগ্ধ হয়। পরে তাদের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, মিরপুর থেকে আসা জাহিদের মুখে-হাতে দগ্ধসহ নিতম্বে আঘাত রয়েছে। সিহাবের মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। বার্ন ইউনিটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, মিরপুর ৬০ ফিট এলাকায় এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে হাসপাতালে ও বার্ন ইউনিটে পুলিশ পাঠানো হয়েছে।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল