হোম > সারা দেশ > ঢাকা

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এসএসসি বা সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর অভিযোগে হিমেল মুস্তাকিম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিআইডির গণমাধ্যম শাখার মুখপাত্র পুলিশ সুপার আজাদ রহমান। 

সিআইডি বলছে, হিমেল মুস্তাকিম ফেসবুকে ‘SSC BATCH 2023’ নামের এক গ্রুপে তাঁর কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে বলে একটি পোস্ট দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এসএসসি-২০২৩-এর বাংলা প্রথম পত্রের ১০০% কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাবার সময়কাল পরীক্ষার দিন ভোর চারটা থেকে ছয়টার মধ্যে।’ 

পরবর্তী সময় হিমেল তাঁর ‘প্রশ্ন/Question All board’ নামের ফেসবুক পেইজ বেশ কিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করেন। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হতে প্রতি জনের কাছ থেকে ১ হাজার ৫৫০ টাকা করে নেন। পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে প্রতারককে শনাক্ত করে আজ ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, ‘বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নাই। মোস্তাকিম প্রশ্নপত্র দেওয়ার নামে শিক্ষার্থীদের থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেন। সে মূলত প্রতারক। তার কাছে থেকে কোনো প্রশ্নপত্র পাওয়া যায়নি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭