হোম > সারা দেশ > গোপালগঞ্জ

নিখোঁজের ৩ দিন পর পাশের ইউনিয়নের পুকুরপাড়ে মিলল বৃদ্ধার লাশ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর একটি পুকুর পাড় থেকে শামচুন্নাহার (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের গোয়ালগ্রামের চান্দার বিলের একটি পুকুর পাড় থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মুকসুদপুর থানা-পুলিশ। সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
 
নিহত শামচুন্নাহার মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের গুণহার গ্রামের মৃত নজরুল ইসলাম মিনার স্ত্রী।

শামচুন্নাহারের ছেলে মিন্টু মিনা বলেন, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয় তার মা। বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির করে না পাওয়ার পরে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। কিন্তু তাও সন্ধান পাওয়া যায়নি।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, রোববার বিকেলে গোয়ালগ্রাম এলাকার হরেন মন্ডল নামে এক ব্যক্তির পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে এক কৃষক অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন লাশটি দেখে শনাক্ত করতে পেরেছে। তবে কীভাবে তিনি মারা গেছেন সেটা ময়নাতদন্তের পরেই জানা যাবে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য