হোম > সারা দেশ > মানিকগঞ্জ

অটোরিকশা চালককে পেটালেন ইউপি সদস্য

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অটোরিকশা চালককে মারধর করেছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের শাইলকাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সন্ধ্যায় ঘিওর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রিকশাচালক রাসেল মিয়া। 

আহত অটোরিকশাচালক রাসেল মিয়ার বাড়ি পয়লা ইউনিয়নের বাঙ্গালা গ্রামে। আর অভিযুক্তের নাম মো. নাসির উদ্দিন। তিনি পয়লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। 

অভিযোগ সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক রাসেল পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার ধামশ্বর থেকে রিজার্ভ ট্রিপ নিয়ে ঘিওর বাজারে যাচ্ছিলেন। পথে বাঙ্গালা বাজার এলাকায় ইউপি সদস্য নাসির উদ্দিন জোর করে অটোরিকশাটি থামিয়ে উঠে বসেন। তাঁকে শাইলকাই বাজারে নামিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করেন। চালক রাসেল রাজি না হওয়ায় জোর করে নিয়ে যান। পরে নাসির অটোরিকশা থেকে নেমে চালক রাসেলকে কিলঘুষি মারেন। পরে আরও কয়েকজনকে ডেকে এনে মারধর করেন। 

আহত চালক রাসেল মিয়া বলেন, ‘স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে আমাকে রক্ষা করেন।’

শাইলকাই বাজারের ব্যবসায়ী আইয়ুব বলেন, ‘মেম্বারের এমন কর্মকান্ডে আমরা হতবাক হয়ে গেছি। তিনি একজন দায়িত্বশীল লোক হয়ে রিকশাচালককে এভাবে মারাটা ঠিক হয়নি।’ 

এ ব্যাপারে ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ‘জরুরি কাজে অটোতে উঠি। অটোচালক বাজে ব্যবহার করায় দু-একটি চড় থাপ্পড় মারা হয়েছে।’ 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা