নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা হতে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর শাহ আলী থানা এলাকার ১৩ নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন-রেজুয়ানুল ইসলাম ও সহযোগী মো. নাহিদ।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব, বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।