হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুর-৩: নৌকার প্রার্থী ১৩ কোটি টাকা ছড়াবেন বলে শঙ্কা বলে স্বতন্ত্র প্রার্থীর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ নির্বাচন হাতের মুঠোয় নিতে বিভিন্ন মহলে ১৩ কোটি টাকা ছড়াবেন বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম। এর মধ্যে বড় একটি অংশ প্রশাসনকেও দিবেন বলে অভিযোগ তুলেছেন এই স্বতন্ত্র প্রার্থী। 

আজ শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম। 

সংবাদ সম্মেলনে তাহমিনা বেগম বলেন, প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে নৌকার প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দিয়ে আসছে। এমনকি মিছিলে হাতবোমা বিস্ফোরণ, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়। এমন একাধিক ঘটনা লিখিত আকারে দিলেও নৌকার প্রার্থীর প্রতি তেমন কোন কার্যকর পদক্ষেপ নেয়নি কমিশন। 

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম আরও বলেন, নির্বাচনের দিন ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে না আসতে পারে এজন্য বিভিন্ন এলাকায় বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা চলছে। নির্বাচনে অংশ নেওয়ায় তাহমিনা বেগমের জীবননাশের হুমকি আছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। ভোটারদের স্বার্থে নিরপেক্ষ নির্বাচনের দাবি তোলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। উৎসবমুখর পরিবেশে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে সে ব্যাপারে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি। 

অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর প্রতিটি অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। তিনি শুরু থেকেই আমার বিরুদ্ধে নানান অভিযোগ দিয়ে আসছেন। যার কোনো প্রমাণই নেই।’ 

মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ভোট শান্তিপূর্ণ করতে সবধরনের প্রস্তুতি রয়েছে কমিশনের। ভোটাররা যাতে কেন্দ্রে এসে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এ ব্যাপারে কঠোর অবস্থানে প্রশাসন। 

উল্লেখ্য, মাদারীপুর-৩ আসন কালকিনি ও ডাসার উপজেলা এবং সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এই আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য। তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী তাহমিনা বেগম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়