Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নৌকার ক্যাম্প কারা পোড়াল, প্রশাসনকে খতিয়ে দেখতে বললেন আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নৌকার ক্যাম্প কারা পোড়াল, প্রশাসনকে খতিয়ে দেখতে বললেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘ক্যাম্প পোড়ানোর কালচার খুবই বাজে বিষয়। তাও আবার নৌকার ক্যাম্প। জননেত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়ন করেছে, তাঁর থেকে নারায়ণগঞ্জ আলাদা নয়। গাজী ভাইও অনেক উন্নয়নকাজ করেছেন। যারা এভাবে মানুষের কল্যাণে কাজ করছে, সেখানে নৌকার ক্যাম্প পোড়ানোর মতো দুঃসাহস কার হলো সেটা প্রশাসনের খতিয়ে দেখা দরকার।’ 

আজ শনিবার সন্ধ্যায় রূপসী এলাকায় গোলাম দস্তগীর গাজীর বাসভবনে রূপগঞ্জে নৌকার ক্যাম্প পোড়ানোর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, ‘এখানে কারা পরিস্থিতি উত্তপ্ত করতে চাচ্ছে? শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সহিংসতা পরিহার করে জনগণ যেন যাকে খুশি তাকে ভোট দিতে পারে। আমি নৌকার কর্মী হিসেবে অনুরোধ করব প্রশাসনকে যে, কে বা কারা এই কাজটি করল তা দেখার জন্য।’ 

প্রচার প্রচারণার জন্য আসেননি জানিয়ে মেয়র বলেন, ‘আমি কোনো প্রচারণাতে আসি নাই। আমি গাজী ভাইয়ের স্ত্রী হাসিনা গাজী অসুস্থ সে জন্যেই তাঁকে দেখতে এসেছি। তা ছাড়া আমি পূর্বাচলে এসেছিলাম গাছ নেওয়ার জন্য। ফেরার পথে ভাবলাম দেখা করে যাই। সংগত কারণেই আমি নির্বাচনে ভোট চাইতে নামতে পারছি না। কিন্তু আমি তো আমার ভাইয়ের বাড়িতে আসতেই পারি। এ জন্যই আসা।’ 
 
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওরা এলাকায় তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্বামী প্রবাসে, ৩ বছরের সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন মা

জামিন নিয়ে হাওয়া দুই সন্ত্রাসী

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ছাত্রসংগঠনগুলোর

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৬০

টেন্ডারবাজির অভিযোগে শ্রীপুরে বিএনপির সভাপতিকে শোকজ

রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১০

দাবি না মানলে প্রতীকী নয়, বাস্তবেই আত্মাহুতি দেব: প্রাথমিকে নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা

শ্মশানঘাটের মাটি বিক্রি করছিলেন নেতা, ভরাট করে দিল বিএনপি

কদমতলীতে গ্যাস-সংকট নিরসনের দাবিতে গ্রাহকদের মানববন্ধন