হোম > সারা দেশ > ঢাকা

ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

লক্ষ্মীপুরে জামায়াত নেতা ডা. ফয়েজ আহমদকে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার নিহতের ছেলে ডা. হাসানুল বান্না এই অভিযোগ দায়ের করেন।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনীর চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো মেজর জেনারেল জিয়াউল আহসান, র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাইদ মোহাম্মদসহ ৪১ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী র‍্যাবের স্টিকারযুক্ত একটি গাড়িতে করে আসামিরা ডা. ফয়েজ আহমদের বাড়িতে যান। তাঁরা লোহার গেট ভেঙে ফেলেন এবং ডা. ফয়েজ আহমদকে দ্বিতীয় তলার কক্ষ থেকে ধরে ছাদে নিয়া যান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা (আসামিরা) বাড়িতে প্রবেশ করে সব কক্ষের দরজার তালা ভেঙে তল্লাশি ও ভাঙচুর চালান।

ডা. ফয়েজ আহমদকে ছাদে নিয়ে তাঁদের হাতে থাকা আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার সম্মুখভাগ ও নাকেমুখেসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাতের মাধ্যমে গুরুতর জখম করেন। পরে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়।

জাপানি কোম্পানির সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে বেবিচক

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ১৭ বছর পর কারামুক্ত

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি

জাবিতে ছাত্রদলের পরিচিতি সভায় পদ বঞ্চিতদের হট্টগোল–ভাঙচুর

কর না কমালে গ্রামের মানুষকে সুলভে ইন্টারনেট দেওয়া সম্ভব নয়: গোলটেবিল বৈঠকে বক্তারা

মুগ্ধকে পুলিশই গুলি করে হত্যা করেছে: ভাই স্নিগ্ধ

সাবেক এমপি ফাহমী, জিল্লুলসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ছাত্রলীগের বেনজীর হোসেন নিশি রিমান্ড শেষে কারাগারে

রাজউক ৫ ও ৭ অঞ্চলের নকশা অনুমোদন নিয়ে জমির মালিকদের সঙ্গে সভা

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান রইছ উদ্দিন

সেকশন