হোম > সারা দেশ > ঢাকা

গাছ কাটার প্রতিবাদ: পুলিশের বাধায় আটকে গেছে নগর ভবন ঘেরাও কর্মসূচি 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডসহ সব পাবলিক পরিসরে উন্নয়নের নামে গাছ বাণিজ্য ও গাছ কাটা বন্ধসহ পাঁচ দফা দাবিতে নগর ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে পরিবেশবাদীরা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে একত্রিত হয়ে মিছিল নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবন ঘেরাও করতে যান তাঁরা। বঙ্গবাজার মোড় পর্যন্ত গেলে তাঁদের ‘নগরভবন ঘেরাও কর্মসূচি’ ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। ঘেরাও কর্মসূচিতে বাধা পেয়ে সেখানেই আন্দোলনকারীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন।

পরিবেশবাদীদের দাবিগুলো হলো সাতমসজিদ সড়কের গাছ কাটা বন্ধ করতে হবে। এরপর কেটে ফেলা গাছের স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে। জনগণের করের টাকায় একবার গাছ লাগানো এবং আরেকবার গাছ কেটে আবার ‘উন্নতমানের দ্রুত বর্ধনশীল’ গাছ লাগানোর নতুন প্রকল্প গ্রহণের নামে গাছ-বাণিজ্য বন্ধ করতে হবে। বৃক্ষ ও নগরবাসীবান্ধব সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণের মাধ্যমে নগরের গাছ ও সবুজ বলয় সুরক্ষা করতে হবে। ধানমন্ডি সাতমসজিদ সড়কসহ সব পাবলিক পরিসরে উন্নয়নের নামে যখন-তখন গাছ কাটা বন্ধ করতে হবে। নগর উন্নয়নে প্রকৃতিভিত্তিক পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে।

ব্যারিকেডে আটকে থাকা আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা নগর ভবনে যেতে চাই। কেন আমাদের এখানে আটকে রেখেছেন। আমাদের মেয়রের সঙ্গে দেখা করতে দিন। মেয়রকে এখানে আসতে বলেন।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত বঙ্গবাজার মোড়েই অবস্থান করছেন আন্দোলনকারীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭