হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় এম এ মতিন সরকার (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি নরসিংদীর পলাশে একটি বিদ্যুৎকেন্দ্রের পাম্প অপারেটর ছিলেন। আজ বুধবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

পরে অচেতন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত মতিনের শ্যালক আরাফাত হোসেন রায়হান জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নরসিংদীর পলাশে একটি বিদ্যুৎকেন্দ্রের পাম্প অপারেটর ছিলেন মতিন এবং পাশাপাশি এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা দিতেন। 

রায়হান আরও জানান, মতিন সকালে বাসার জন্য বাজার করতে যাত্রাবাড়ী বাজারে যান। বাজার করে রাস্তা পারাপারের সময় দুই বাসের চাপায় আহত হন। পায়ে আঘাত পেলেও কোনো রক্তক্ষরণ হয়নি। আহত অবস্থায় এক ট্রাফিক সার্জেন্ট তাঁকে বাসায় পৌঁছে দেন। এরপর নিজের হোমিওপ্যাথি ওষুধ সেবন করে বিছানায় শুয়ে ছিলেন তিনি। সন্ধ্যার দিকে তাঁর কোনো নড়াচড়া না দেখে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

মৃত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, সকালে যাত্রাবাড়ী এলাকায় দুই বাসের চাপায় আহত হন। সকাল থেকে বাসাতেই ছিলেন। সন্ধ্যার দিকে বাসায় অচেতন হয়ে গেলে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি