Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জের মিলেনিয়াম সিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেরানীগঞ্জের মিলেনিয়াম সিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা

কেরানীগঞ্জের টোটাইল খাল, খালসংলগ্ন নিচু কৃষিজমি ও জলাশয় ভরাট করে গড়ে ওঠা মিলেনিয়াম সিটির সব কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। 

একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকার জেলা প্রশাসককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

এ ছাড়া টোটাইল খাল, খালসংলগ্ন কৃষিজমি ও জলাশয় রক্ষা ও সংরক্ষণে ব্যর্থতা কেন বেআইনি এবং জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সেই সঙ্গে টোটাইল খাল, খালসংলগ্ন জলাশয় ও কৃষিজমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে এবং সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। 

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ), এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কর্তৃক দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় বলে বেলার পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। তাঁকে সহযোগিতা করেন এস. হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ সরকার।

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি