Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাড়িতে আগুন দিতে গিয়ে সাবেক ছাত্রদল নেতা আটক: পুলিশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাড়িতে আগুন দিতে গিয়ে সাবেক ছাত্রদল নেতা আটক: পুলিশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে গাড়িতে আগুন দিতে যাওয়া সাবেক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যান্য নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যান। 

আজ সোমবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃত সাবেক ছাত্রদল নেতা হলেন—সাইফুল ইসলাম নয়ন (২৩)। তিনি টঙ্গীর গাজীপুরা চন্দ্রিমা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। নয়ন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। 

টঙ্গী থানা-পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকায় ছাত্রদলের ১০-১২ জন নেতা-কর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে পেট্রল বোমা দিয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সড়কে থাকা টঙ্গী পশ্চিম থানা-পুলিশের একটি টহল দল তাদের দেখতে পেয়ে ধাওয়া দিলে নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশের আটক হন ছাত্রদল নেতা সাইফুল। পরে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ছাত্রদল নেতা সাইফুলকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘ছাত্রদল নেতাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার কাছ থেকে পেট্রল বোমা উদ্ধার হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পরিবারের সঙ্গে দেখা করতে এসে টুঙ্গিপাড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মধ্যরাতে পল্লবী থানায় ঢুকে তরুণের কিলঘুষি, ওসিসহ আহত ৩

শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী এজাজ গ্রেপ্তার

নরসিংদীতে অটোরিকশা ভাড়া নিয়ে বিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলায় মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

সাভারে পাওয়ার গ্রিডে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুন, পুড়ে গেছে ট্রান্সফর্মার

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, সাভার ও আশুলিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন

দখলের সংক্রমণে জেরবার সংক্রামক ব্যাধি হাসপাতাল