হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শুভেচ্ছা জানাতে আইভীর বাসায় পাটমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাসায় শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বুধবার রাতে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে উপস্থিত হন মন্ত্রী। 

এ সময় বিজয়ী মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গোলাম দস্তগীর গাজী। পরে একসঙ্গে বসে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতায় মেতে ওঠেন দুই জনপ্রতিনিধি। প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে নেতাকর্মীদের নিয়ে ফিরে আসেন তিনি। 

পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল নির্বচনের দিন থাকার। তবে আমি দেখেছি কীভাবে জনগণকে সঙ্গে নিয়ে আমার আইভী আপা জিতে এলো। জনগণ যেখানে থাকে সেখানে আর কিছু লাগে না। তিনি এর আগে দুবার নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়াতে কাজের মাধ্যমে তিনি জনগণের কাছে জনপ্রিয় হয়েছেন। সাধারণত দেখা যায় নির্বাচিত হওয়ার পর নির্বাচন কঠিন হয়। তারপরের বার আরও কঠিন হয়। কিন্তু তিনি এমনভাবে মন জয় করেছেন, যাতে করে এত বেশি ভোট পেয়েছেন যা অভাবনীয়।’ 

মেয়র আইভী বলেন, ‘এবারের সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে যেই শঙ্কা ছিল সেগুলো কিছুই হয়নি। বরং দেখা গেল নারায়ণগঞ্জবাসী তাদের সিদ্ধান্ত নিতে ভুল করেনি। নারায়ণগঞ্জের মানুষ প্রমাণ করে দিল তা সঠিক সিদ্ধান্ত নিতে পছন্দ করে।’ 

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান, আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য