Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শুভেচ্ছা জানাতে আইভীর বাসায় পাটমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

শুভেচ্ছা জানাতে আইভীর বাসায় পাটমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাসায় শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বুধবার রাতে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে উপস্থিত হন মন্ত্রী। 

এ সময় বিজয়ী মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গোলাম দস্তগীর গাজী। পরে একসঙ্গে বসে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতায় মেতে ওঠেন দুই জনপ্রতিনিধি। প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে নেতাকর্মীদের নিয়ে ফিরে আসেন তিনি। 

পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল নির্বচনের দিন থাকার। তবে আমি দেখেছি কীভাবে জনগণকে সঙ্গে নিয়ে আমার আইভী আপা জিতে এলো। জনগণ যেখানে থাকে সেখানে আর কিছু লাগে না। তিনি এর আগে দুবার নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়াতে কাজের মাধ্যমে তিনি জনগণের কাছে জনপ্রিয় হয়েছেন। সাধারণত দেখা যায় নির্বাচিত হওয়ার পর নির্বাচন কঠিন হয়। তারপরের বার আরও কঠিন হয়। কিন্তু তিনি এমনভাবে মন জয় করেছেন, যাতে করে এত বেশি ভোট পেয়েছেন যা অভাবনীয়।’ 

মেয়র আইভী বলেন, ‘এবারের সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে যেই শঙ্কা ছিল সেগুলো কিছুই হয়নি। বরং দেখা গেল নারায়ণগঞ্জবাসী তাদের সিদ্ধান্ত নিতে ভুল করেনি। নারায়ণগঞ্জের মানুষ প্রমাণ করে দিল তা সঠিক সিদ্ধান্ত নিতে পছন্দ করে।’ 

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান, আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

প্রাণিসম্পদের পণ্য শেষ এক ঘণ্টায়, ক্রেতারা ফিরছেন খালি হাতে

শরীয়তপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক