গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় মঙ্গলবার সকালে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। যুবকের নাম নাসিরুল ইসলাম (২৪)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার হাছিয়া ছড়ান গ্রামের মহসিন আলীর ছেলে।
নিহতের স্ত্রী শান্তি বলেন, ‘গতকাল সোমবার রাতে খাওয়া দাওয়া শেষে সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়ি। রাত ৪টার সময় সেহরি খেতে উঠে দেখি স্বামী আমার পাশে নাই। পরে আমার শাশুড়ির রুমে খোঁজ নিয়ে না পেয়ে পাশের রুমগুলোতে খোঁজাখুঁজি করি। একপর্যায়ে দেখি পাশের খালি রুমে আড়ার সঙ্গে ফাঁসি দিয়ে ঝুলে আছে। পরে আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।’
তিনি আরও বলেন, ‘প্রায় দেড় বছর ধরে তার মাথায় সমস্যা ছিল। মাঝে মধ্যেই সে রাগ করে থাকত।’
জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।