টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলায় আব্বাস আলী (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হামলার ঘটনায় আহত আব্বাস আজ বুধবার সকালে মারা যান। এ ঘটনায় তাঁর বড় ভাই আক্তার হোসেন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে আব্বাস ও তাঁর ভাই আক্তারের ওপর ওই হামলা চালানো হয়। নিহত আব্বাস আলী উপজেলার বেড়ীপটল গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, মোবাইল ফোন বিক্রির পাওনা ২ হাজার টাকার জন্য টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের পৌলী গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়া ও তাঁর মেয়ের জামাই মমিনুল ইসলাম গতকাল মঙ্গলবার দুপুরে আব্বাসদের বাড়ি যান। টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাঁরা আব্বাসকে চাপাতি ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। এ সময় তাঁর বড় ভাই আক্তার হোসেন এগিয়ে গেলে তাঁকেও আঘাত করা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্বাসের মাথায় সেলাই করে বাড়ি পাঠিয়ে দেন আর তাঁর ভাই আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে নিজ বাড়িতে আব্বাসের মৃত্যু হয়।
এ বিষয়ে কালিহাতীর মগড়া ফাঁড়ির ইনচার্জ মাইমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।