মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ ১৫ জন আহত হন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কালীবাড়ি বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে রাজৈরের বৌলগ্রাম এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অল্প আহত যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে যান।
আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন বরগুনার বেতাগী উপজেলার সুলতান মৃধার ছেলে হাফিজুল মৃধা (৩২), মো. আসাদের স্ত্রী শারমিন বেগম (২৬), মহর আলী খলিফার ছেলে মোতালেব (৫০), মো. আসাদ হোসেনের মেয়ে পপি আক্তার, মিরাজ হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম, মাদারীপুরের রাজৈর উপজেলার আব্দুল গফুরের ছেলে সোহেল, শাখারপাড় গ্রামের মনির মোল্লার ছেলে রাব্বি মোল্লা প্রমুখ।
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।