Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, অহত ১৫

মাদারীপুর প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, অহত ১৫
ঢাকা-বরিশাল মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ ক্ষতিগ্রস্ত বাস। আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম এলাকায়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ ১৫ জন আহত হন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কালীবাড়ি বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে রাজৈরের বৌলগ্রাম এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অল্প আহত যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে যান।

আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন বরগুনার বেতাগী উপজেলার সুলতান মৃধার ছেলে হাফিজুল মৃধা (৩২), মো. আসাদের স্ত্রী শারমিন বেগম (২৬), মহর আলী খলিফার ছেলে মোতালেব (৫০), মো. আসাদ হোসেনের মেয়ে পপি আক্তার, মিরাজ হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম, মাদারীপুরের রাজৈর উপজেলার আব্দুল গফুরের ছেলে সোহেল, শাখারপাড় গ্রামের মনির মোল্লার ছেলে রাব্বি মোল্লা প্রমুখ।

ঢাকা-বরিশাল মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ ক্ষতিগ্রস্ত বাস। আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম এলাকায়। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-বরিশাল মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ ক্ষতিগ্রস্ত বাস। আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম এলাকায়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন