Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহেদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহেদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাহেদ আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার দুপুরে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে স্কুলছাত্র রোমানকে গুলি করে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।

র‍্যাব-১-এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবির হোসেন এই তথ্য জানিয়েছেন।

র‍্যাব জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করলে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ছাত্র-জনতা আনন্দ মিছিল বের করে। এ সময় মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিতে নিহত হয় স্থানীয় নব কিশলয় স্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া। এ ঘটনায় নিহতের খালা রিনা বেগম বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহেদ আলীসহ ৪৫ জনের নাম উল্লেখসহ মামলা করা হয়।

মামলার পর থেকে পলাতক ছিলেন জাহেদ আলী। আজ দুপুরে র‍্যাব অভিযান চালিয়ে রাজধানীর বনশ্রী থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১