হোম > সারা দেশ > ঢাকা

পূজার শুভেচ্ছা বিনিময়ে গয়েশ্বরের বাড়িতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে গিয়েছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মির্জাপুর এলাকায় গয়েশ্বর চন্দ্রের বাড়িতে সস্ত্রীক উপস্থিত হন তিনি। পরে রায়বাড়ির পূজামন্ডপ পরিদর্শন শেষে গয়েশ্বর চন্দ্রের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সীমা হামিদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ম ই মামুন, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী প্রমুখ। 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ। 

গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুন রায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি। প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবছরই আমদের রায়বাড়িতে ঘটা করে দুর্গা পূজার আয়োজন করা হয়। এবারও ব্যতিক্রম হয়নি। পূজার শুভেচ্ছা বিনিময়ের জন্য স্থানীয় সাংসদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এসেছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব পালন করছে কেরানীগঞ্জবাসী।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩