হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া রোডে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ঢামেক প্রতিনিধি

কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া রোডে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম নাঈম হোসেন (২৭)। এই ঘটনায় আহত হয়েছেন সাগর (১৯) নামে আরও একজন। 

বুধবার দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নাঈমকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মো. হোসেনের ছেলে নাঈম। বর্তমানে বাংলামোটর আলম হোটেলের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন। 

নাঈমের বন্ধু মো. শরিফ হোসেন জানান, এক বন্ধুর জন্মদিন পালন করতে গত রাতে আমার মোটরসাইকেল নিয়ে গিয়েছিল নাঈম। ৫টি মোটরসাইকেলে মোট ১০ জন মিলে মাওয়া ঘাট গিয়েছিলেন জন্মদিন পালন করতে। সেখান থেকে মধ্যরাতে ঢাকায় ফেরার সময় ঢাকা-মাওয়া রোডের পোস্তগোলা ব্রিজের পশ্চিম পাশের ঢালে নাঈমের মোটরসাইকেলটিতে একটি ট্রাক ধাক্কা দেয় বলে শুনতে পেরেছি। আহত অবস্থায় অন্য বন্ধুরা তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর আহত সাগরকে ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। 

হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোল্লা জাকির হোসেন জানান, ঢাকা-মাওয়া রোডের কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন