হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

গতকাল শনিবার রাতে সদর থানা এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–আলম চাঁন (২৯), শরীফ (২০) ফাহিম (২০), নাছির আহম্মেদ (৩৭) ও রতন হাওলাদার (৩০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শনিবার রাতে জিমখানা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। ওই সময় আসামি গ্রেপ্তারের পর ছিনিয়ে নিতে হামলা চালায় তাদের স্বজন ও সহযোগীরা।

এ সময় রিপন (২৫), লাল চাঁন (২৫), তানভীর (২২), রিফাত (২৩), আলামিন (৩৩), শাহিনুর বেগম (৫৭), আলো বেগম (৪০), স্বপন (৩২), বাবু (২২), আলী জানসহ (৫২) অজ্ঞাতনামা ১৫ / ২০ জন পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।’

ওসি নাছির উদ্দিন আরও বলেন, ‘গ্রেপ্তারদের কাছ থেকে ১৪৬টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আলম চান পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে। আসামিদের আজ (রোববার) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য