হোম > সারা দেশ > ঢাকা

গাজী টায়ারসে আগুনে নিখোঁজ স্বজনদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিখোঁজের স্বজনদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজ পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করেন নিখোঁজদের পরিবার ও স্বজনেরা।

প্রায় ৫০ জন নিখোঁজ পরিবারের সদস্য, নারী ও শিশুরা নিখোঁজদের ছবি হাতে নিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজট সৃষ্টি হয়।  

সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির জন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী। তিনি বিক্ষুব্ধ স্বজনদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে নিখোঁজ স্বজনেরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিখোঁজদের বিষয়ে সুষ্ঠু ব্যাখ্যা জানতে চান।

নিখোঁজ স্বজনেরা বলেন, গত ২৫ আগস্ট রাতে রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার পর থেকে তাঁদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছে। ৪ মাস হয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছে। অনেকেই বলছে আর বেঁচে নেই। কিন্তু তাদের লাশ কিংবা দেহাবশেষ কিছুই দেওয়া হচ্ছে না।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন,  গাজী টায়ারসে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি ১৮২ জন নিখোঁজের একটি তালিকা তৈরি করেছে। তাঁদের ভাগ্যে আসলে কি ঘটেছে সেটা যাচাই–বাছাই করার জন্য পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, গাজী টায়ারসে আগুনের ঘটনায় একটি জিডি দায়ের হয়েছিল এবং জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটিও প্রতিবেদন দিয়েছে। এ বিষয় নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বেশ কিছু হাড় পাওয়া গিয়েছিল। সেগুলো ডিএনএ প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন