ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সকাল থেকে একটু পরপরই ট্রাক, রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, সিএনজি কিংবা হেঁটে মানুষ আসছেন। অন্যান্য ছুটির দিনের মতো এখানে মানুষের ভিড় থাকলেও কেউ ঘুরতে আসেননি।
লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ সারা দেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সর্বস্তরের মানুষ টিএসসিতে আসছেন। কেউ গুঁড়ো দুধ নিয়ে আসছেন, কেউ চিড়া, পানি, খেজুর, ন্যাপকিন, ওষুধ ও কাপড় নিয়ে আসছেন।
এমন কোনো প্রয়োজনীয় জিনিস নেই; যা টিএসএসতে আসছে না। মোবাইল ব্যাংকিং কিংবা সরাসরি এসেও টাকা দিচ্ছেন অনেকেই। শুধু টিএসসি নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা মানুষের দ্বারে দ্বারে ছুটে চলছেন। সংগ্রহ করছেন ত্রাণ। একটু পরপর টিম নিয়ে চলে যাচ্ছেন তাঁরা।
বিভিন্ন হল, সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ সংগ্রহে সহযোগিতা করছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও অ্যাকটিভিস্ট আবু সাদেক কায়েম। কায়েম বলেন, ‘ছাত্র–জনতার ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে বন্যাকবলিত মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছি। আমরা এ কাজে সফল হব। সর্বস্তরের মানুষ আমাদের সহযোগিতা করছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, টিএসসির গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে আজ রাত ৮টা পর্যন্ত ৮৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। শেষ এক ঘণ্টায় সংগ্রহ হয়েছে ১৫ লাখ টাকা।