ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হুসাইন মিয়া (২১) ও ধলাইরচর গ্রামের নুরুল শেখের ছেলে রাজু শেখ (২২)। তাঁরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। এর মধ্যে হুসাইন মিয়া একটি জাহাজ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নিহতরা মোটরসাইকেল চালিয়ে বোয়ালমারীর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে মালঞ্চ পরিবহনের একটি লোকাল বাস তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনেই বাসটির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
খবর পেয়ে রাত আটটার দিকে থানায় আসেন নিহতের স্বজনরা। এ সময় তাঁরা লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন।
নিহতের ফুফু শিউলী বেগম বলেন, ‘ওরা দুই ভাই মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। সন্ধ্যায় জানতে পারি হুসাইন মারা গেছে। থানায় এসে দেখি রাজুও মারা গেছে।’ এই বলে তিনি আহাজারি শুরু করেন।