কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে বশির উদ্দিন (২০) নামে এক তরুণকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত বশির উদ্দিন উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের বাসিন্দা।
জানা গেছে, উপজেলার ঝিড়ারপাড় গ্রামের ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে যাওয়া–আসার সময় পথে উত্ত্যক্ত করে আসছিল বশির উদ্দিন। এ বিষয়ে ভুক্তভোগীর মা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেন। আজ মঙ্গলবার উভয় পক্ষকে ইউএনও কার্যালয়ে ডেকে তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত বশির উদ্দিনকে নয় মাসের কারাদণ্ড দেন।