ফরিদপুর ও মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে ইজিবাইকে বাস চাপায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মধুখালী বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বাস চালক সুব্রত দাস ওরফে নেপাল দাসকে আটক করেছে মধুখালী থানা-পুলিশ। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের সুকুমার দাসের ছেলে। ইজিবাইকে ধাক্কা দেওয়া বাসটিও জব্দ করা হয়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
নিহত ব্যক্তিরা হলেন—বরিশালের বন্দর উপজেলার মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার (৫০) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার মো. মোবারকের ছেলে সুমন (৩২)।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের মিলন (৩২), মিম (৩), সোনালী (৬), জসিম (৩২), শিরিন (৩০), শারমিন বেগম (২৫), বরিশাল সদরের সারুখালীর লিজা বেগম (৪৫), একই জেলার বারইকান্দী এলাকার রাহাত বেপারী (২৫) ও ইজিবাইক চালক ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার শামচু শেখ (৪০)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে থানা ও মধুখালী পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-মাগুরা মহাসড়কের মাগুরাগামী লেনের ওপর মধুখালী বাজার হতে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী বোঝাই করে উপজেলার গোন্দারদিয়া এলাকায় যাচ্ছিল। ইজিবাইকটি ফরিদপুরগামী লেন থেকে মাগুরাগামী অতিক্রম করার দ্রুতগতিতে বাসটি নিজ লেন ছেড়ে ওই লেনে এসে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি। এ সময় ঘটনাস্থলে একজন মারা যায় এবং আহত হয় ইজিবাইকে থাকা সকলে। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
পূর্বাশা পরিবহনের ওই বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিলেন। এ ছাড়া ইজিবাইকে থাকা সকলে গোন্দারদিয়া এলাকায় তাদের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় ওই পরিবহন ও চালককে আটক করা হয়েছে।