হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে পাখি উদ্ধার করতে গিয়ে দগ্ধ ৩

ঢামেক প্রতিবেদক

দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদে বিদ্যুতের তারের সঙ্গে আটকে যাওয়া টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে ‘রবিনহুড দ্য এ্যানিমেল রেসকিউ সোসাইটির’ তিন সদস্য বিদ্যুৎপৃষ্টে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতিয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হাসনাবাদ ইনসাফ বাজার এলাকায় ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- আতিকুর রহমান (৪৫) ও শফিকুর রহমান (২৮) ও রুপক (২০)। 

রবিনহুড দ্য এ্যানিমেল রেসকিউ সোসাইটির প্রধান আফজাল খান আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের অফিস খিলগাঁওয়ে। তারা বিপদে পরা পশুপাখি উদ্ধারের কাজ করেন। বিকেলে মুঠোফোনে খবর পান হাসনাবাদ এলাকায় বিদ্যুতের খুঁটিতে ঘুড়ির সুতায় একটি টিয়া পাখি আটকে গেছে। আমরা ৫ থেকে ৬ জন মিলে ঘটনাস্থলে যাই পাখিটি উদ্ধার করতে।’ 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে একটি তিনতলা বাড়ির ছাদে উঠি। আতিক তার হাতে থাকা লাঠি দিয়ে পাখিটি উদ্ধার করতে যায়। লাঠিটি বিদ্যুতের তারে লাগার সঙ্গে সঙ্গে তারা ফায়ারিং হয়ে তারা দুজন বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হয়। পরে দ্রুত তাদের দুজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। 

শেখ হাসিনা জাতীয় বার্ন এল প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বলেন, দুজনকে দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে আতিকের শরীরের ৮ শতাংশ, শফিকের ৯০ শতাংশ ও রুপকের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য