হোম > সারা দেশ > ঢাকা

মুরাদের বিরুদ্ধে তদন্ত করতে স্পিকারের অনুমতি লাগবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে তাঁর স্ত্রী ডা. জাহানারা এহসানের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করছে পুলিশ।

প্রাথমিকভাবে বাদী নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার বিকেলে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পূর্ণাঙ্গ তদন্ত করতে স্পিকারের অনুমতি লাগবে বলে জানিয়েছেন তিনি।

সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 

মুরাদ সংসদ সদস্য হওয়ায় তদন্তের ক্ষেত্রে কোনো বাঁধা আছে কিনা জানতে চাইলে সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি যেহেতু সংসদ সদস্য তাই এ ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে তদন্ত করতে হলে সংসদ বা সরকারের অনুমতি লাগবে।’ 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ ফোন করে ডা. জাহানারা তাঁর স্বামী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। পরে ধানমন্ডি থানা-পুলিশ মুরাদ হাসানের বাসায় যাওয়ার আগেই তিনি বাসা থেকে বেরিয়ে যান। পরবর্তীতে জাহানারা এহসান সন্ধ্যা ৬টায় ধানমন্ডি মডেল থানায় গিয়ে জিডি করেন। 

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ধানমন্ডি) এহসানুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, যেহেতু বাদী নিজের ও সন্তানদের নিরাপত্তাহীনতা বিষয়টি জোর দিয়েছেন। আমরাও সেদিকে নজর রাখছি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য