নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মজিবুর রহমান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার হাইজদী ইউনিয়নের রাইনাদী এলাকায় এই ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত মজিবুর রহমান (৬৫) রাইনাদী আতাদী এলাকার মৃত আজিজ ভূঁইয়ার ছেলে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকটি মূলত ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমরা নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠাব। ট্রাকের চালক ঘটনার পরপরেই পালিয়ে যায়। তাকে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
স্থানীয়রা জানান, উপজেলার রাইনাদী এলাকায় একটি নির্মাণাধীন সড়কে ট্রাকটি থেকে পানি ছিটানো হচ্ছিল। দুপুরে ফসলের মাঠে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন বৃদ্ধ মজিবুর রহমান। মাঠ থেকে ওই রাস্তায় উঠতেই ট্রাকের নিচে চাপা পরেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।