হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নিখোঁজের ৩১ ঘণ্টা পর হাওর থেকে জেলের মরদেহ উদ্ধার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ জেলের মরদেহ ৩১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এর আগে গত সোমবার সকাল ৯টার দিকে মিঠামইনে নির্মাণাধীন রাষ্ট্রপতি আবদুল হামিদ সেনানিবাসের সামনের হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। 

মৃত জেলে মোকাররম হোসেন (২৫) কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৯টার দিকে নিষিদ্ধ চায়না দুয়ারি বা ম্যাজিকজাল নিয়ে হাওরে মাছ ধরতে যান মোকাররম। পানিতে ম্যাজিক জাল পাতার জন্য ডুব দিয়ে আর ভেসে ওঠেননি তিনি। দীর্ঘসময় পানি থেকে মোকাররম না ওঠায় অন্য জেলেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। স্বজন ও জেলেরা তাঁকে পানিতে না পেয়ে মিঠামইন ফায়ার সার্ভিসে খবর দেন। গতকাল বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ডুবুরি দল এসে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। রাতের বিরতি শেষে আজ সকাল সাড়ে ৯টায় পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, মঙ্গলবার বিকেল নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন