হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পোশাক কারখানা ও দোকানে অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পোশাক কারখানা ও দোকানে অগ্নিকাণ্ড হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর বাসন এলাকায় একটি পোশাক কারখানা ও তিনটি দোকানে গতকাল শনিবার রাতে পৃথক অগ্নিকাণ্ড হয়েছে। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া ১১টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় দিগন্ত গার্মেন্টসের ছয়তলা ভবনের ষষ্ঠতলায় ওয়াশিংরুমে অগ্নিকাণ্ড হয়। এদিকে রাত পৌনে ১২টার সময় মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় তিনটি দোকানেও আগুন লাগে।

খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পোশাক কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে, প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে যায়।

অপরদিকে, মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় তিনটি দোকানে আগুন লাগলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষতিগ্রস্ত তিন দোকানি হলেন সোহেল রানা, শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান। ভোগড়া বাইপাস এলাকায় বয়লার মুরগি, লাকড়ি ও কার্টনের দোকান ছিল তাদের।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন অফিসার মো. রাজিব হোসেন বলেন, ‘প্রথমে রাত সোয়া ১১টার সময় নাওজোড় এলাকায় দিগন্ত গার্মেন্টসের ছয়তলা ভবনের ছয়তলার একটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে, ভোগড়া বাইপাস এলাকায় রাত পৌনে ১২টার সময় তিনটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭