হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় পেট্রল পাম্পে আগুন, দগ্ধ ১ 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি তেলের পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার তারাকান্দি এলাকার মেসার্স জুয়েল ফিলিং স্টেশন এন্ড মবিল কর্ণারে লাগা আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। 

অগ্নিকাণ্ডে রাসেল মিয়া (২৫) নামের এক যুবক দগ্ধ হয়েছেন। তিনি ওই পাম্পের গাড়ি চালক বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১২টার দিকে পেট্রল পাম্পটির তেলের গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুনের কুন্ডলী উপরের দিকে উঠতে শুরু করে। দ্রুত আগুন ছড়ানোর পাশাপাশি বিকট শব্দ হয়। এতে আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয় পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় হোসেনপুর ও কিশোরগঞ্জ সদরের আরও চারটি ইউনিট। প্রায় দুই ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় রাসেল মিয়া নামের এক যুবক দগ্ধ হয়েছেন। তাকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার ও পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু। 

পেট্রল পাম্পটির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি