Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

চাঁদপুরে জাহাজে ডাকাতি: ঢামেকে ভর্তি জুয়েলের অবস্থা আশঙ্কাজনক

ঢামেক প্রতিবেদক

চাঁদপুরে জাহাজে ডাকাতি: ঢামেকে ভর্তি জুয়েলের অবস্থা আশঙ্কাজনক
ফাইল ছবি

চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত স্টাফ জুয়েল রানাকে (২৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার শ্বাসনালি কেটে গেছে। শ্বাস নেয়ার জন্য গলায় অপারেশন করে কৃত্রিম শ্বাসনালি লাগানো হয়েছে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয় জুয়েলকে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগে ভর্তি রাখা হয়েছে তাকে।

নাক কান গলা বিভাগের দায়িত্বরত ডা. সিরাজ সালেক বলেন, তার গলার মাংসপেশি কেটে গেছে। সেখানে সেলাই করা হয়েছে। এছাড়া গলার টাকিয়া কেটে গেছে। এই মুহূর্তে সেটি জোড়া লাগানো সম্ভব না। আগে তার ইনফেকশন কন্ট্রোল করতে হবে। সে নাক/মুখ দিয়ে শ্বাস নিতে পারছে না। তার গলায় আলাদা শ্বাসনালী হিসেবে টিউব ঢুকিয়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গলার ক্ষতটা যখন কিছুটা শুকাবে তখন আমরা টাকিয়া জোড়া লাগাব। এটি লম্বা প্রক্রিয়া। এছাড়া তার শরীর থেকে যথেষ্ট পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা গুরুতর হিসেবে ধরা হচ্ছে।

এদিকে, আহত জুয়েলের মামা মো. সিরাজ সরদার জানান, তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার মমিন খারহাট গ্রামে। তার বাবার নাম সেকেন খালাসী। আল বাখারা নামে ওই জাহাজে সুকানি হিসেবে চাকরি করতেন জুয়েল। দুপুরে এই হত্যাকাণ্ডের খবর শুনতে পান তারা।

পরে চাঁদপুর সদর হাসপাতালে গিয়ে আহত জুয়েলকে দেখতে পান। তবে জুয়েল কোনো কথা বলতে পারছে না। শ্বাসকষ্ট হচ্ছে তার।

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন