হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে রেলের অবৈধ দখলদারদের উচ্ছেদ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে রেলের অবৈধ দখলদারদের উচ্ছেদে তিন দিন সময় দিয়ে মাইকিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রেলের জায়গায় বসবাসরত বাসিন্দারা। আজ সোমবার (১৪ নভেম্বর) সকালে রাজবাড়ী রেল স্টেশন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বাসিন্দারা রেলের অন্যায় ও অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য জোড় দাবি জানান। 
 
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রেলের কোয়ার্টারে বসবাস করছেন তাঁরা। রেল থেকে তাঁদের কাছে কখনো ভাড়া চায়নি, তারাও আর দেননি। গতকাল রোববার (১৩ নভেম্বর) রেল কর্তৃপক্ষ মাত্র তিন দিন সময় দিয়ে উচ্ছেদের জন্য এলাকায় মাইকিং করেছে। এখন তাঁরা পরিবার-পরিজন নিয়ে কোথায় যাবেন? রেল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারত। যে কোনো শর্তে বা চুক্তিতে তাঁরা রেলের কোয়ার্টারে থাকতে চান বলে বক্তব্যে জানান। 
 
রাজবাড়ী রেলওয়ের কানুনগো সাজ্জাদুল ইসলাম নামে এক কর্মকর্তা বলেন, ‘আমরা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছি মাত্র। আগামী মঙ্গলবার (১৫ নভেম্বর) পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে।’ 

এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ‘রাজবাড়ীতে রেলের জায়গা অবৈধ দখলে রেখেছে বহু মানুষ। এ ছাড়া রেলের কোয়ার্টারেও অবৈধভাবে বসবাস করছে অনেকে। এত লোককে লিখিত নোটিশ দেওয়া সম্ভব নয়। এ কারণে আমরা মাইকিং করেছি। এর আগে বারবার তাদের দখল ছাড়তে বলা হলেও তারা সেটি মানেননি।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭