হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার দক্ষিণখানে বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানের একটি বাসা থেকে রুপা (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দক্ষিণখানের আইনুছবাগ এলাকার আবুল কাশেমের ভাড়া বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই কিশোরী আত্মহত্যা করেছে। 

জানা গেছে, কিশোরী রুপা পাবনার ভেড়ামারা উপজেলার চন্দ্রীপুর গ্রামের তোফাজ্জল হোসেন ও আঙ্গুরী বেগম দম্পতির মেয়ে। দক্ষিণখানের আইনুছবাগের বাসায় ভাড়া থাকত তারা। 

স্থানীয়রা রুপার পরিবারের বরাত দিয়ে জানায়, রুপার মা আঙ্গুরী বেগম রুপাকে বাসায় একা রেখে বাইরে যান। পরে রুমে এসে দেখে জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে রুপা। তখন রুপার মায়ের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পরে রুপার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। 

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মোসাম্মত রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আইনুছবাগের একটি ভাড়া বাসা থেকে রুপা নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

এক প্রশ্নের জবাবে রেজিয়া খাতুন বলেন, ‘মেয়েটি কোনো কিছুই করত না। বাসায় বসে থাকত। মেয়েটির মা তাকে একা বাসায় রেখে বাইরে গেলে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭