Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফাঁকা ঢাকায় ধীর গতির বাসে ম্লান ঘোরাঘুরির আনন্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাঁকা ঢাকায় ধীর গতির বাসে ম্লান ঘোরাঘুরির আনন্দ

ঈদের লম্বা ছুটিতে যানজটে ভরা চিরচেনা ঢাকা এখন ফাঁকা। মোড়ে মোড়ে গাড়ির জট নেই। ট্র্যাফিক সিগনালে নেই যানবাহনের বাড়তি চাপ। কিন্তু ফাঁকা রাস্তাতেও বাসের ধীর গতির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। 

ফাঁকা ঢাকায় ঘুরতে বেরিয়েছিলেন সাব্বির-ঋতু দম্পতি। কিন্তু শহর যানজটমুক্ত হলেও বাসের ধীর গতির কারণে ঘোরাঘুরির পরিকল্পনা বাতিল করে ঘরে ফিরতে হয় তাদের। আজকের পত্রিকাকে সাব্বির আহমেদ বলেন, ‘অফিসের কাজ আর যানজটের কারণে দুজন একসঙ্গে বের হওয়া হয় না আমাদের। আজ ভেবেছিলাম একটু ঘুরব। কিন্তু বাসে উঠে দেখলাম পৌনে এক ঘণ্টায় বাসটা মাত্র ১০ / ১২ ফটের মতো এগিয়েছে। সব প্ল্যান বাদ দিয়ে বাসায় ফিরছি এখন।’ 

মোহাম্মদপুর থেকে নিউমার্কেটে আসা সামিউল আলম বললেন, ‘ভিড়ে ভিড়ি থাকবে না বইলা আজকে শপিং করতে বাইর হইছি। ভাবছিলাম বাসে উঠলে ২০-৩০ মিনিটের মইদ্দ্যে পৌঁছাইয়া যাব। কিন্তু মোহাম্মদপুর থেকে নিউমার্কেট আসতে আমার পাক্কা ১ ঘণ্টা ১০ মিনিট লাগল।’ 

রোববার রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, রামপুরা, বনশ্রীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বড় ধরনের কোনো যানজট নেই। রাস্তাগুলো একেবারেই ফাঁকা। রাস্তায় যাত্রীবাহী বাসের সংখ্যাও কম। যেগুলো চলছে, সেগুলোর গতি কচ্ছপের মতোই ধীর। বাসের সব সিট ভরে যাওয়ার পরেও বাড়তি যাত্রী তুলতে একই জায়গায় দাঁড়িয়ে থেকে অযথা সময়ক্ষেপণ করছেন বাস চালকেরা। 

মোহাম্মদপুর থেকে রামপুরাগামী স্বাধীন বাসের চালক মনসুর আলী এ ব্যাপারে বলেন, ‘ঈদের সময় আমাগো একটু টাকা লাগব না? তাই দু-একজন বাড়তি যাত্রী তুলতে হয়।’ 

মে দিবস থাকায় এ দিন রাস্তায় ছিল না বিআরটিসির কোনো বাস। কিন্তু যাত্রীদের অনেকেরই বিষয়টি না জানা থাকায় দুর্ভোগ পোহাতে হয়েছে। মোহাম্মদপুর থেকে মহাখালীতে বোনের বাসায় ইফতার করতে যাচ্ছিলেন সিরিনা আখতার। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এসে তিনি জানতে পারেন বিআরটিসির কোনো বাস চলছে না। মহাখালীগামী অন্য কোনো বাস না থাকায় সিএনজিতে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু সিএনজিতে অত্যধিক ভাড়া চাওয়ায় শেষ পর্যন্ত একাধিকবার বাস বদল করার ঝুঁকি নিয়েই যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। 

এদিকে, রোববার রাজধানীর বিপণিবিতান এলাকাগুলো ঘুরে দেখা যায়, দোকানগুলোতে ক্রেতা সমাগম একেবারেই কম। স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে সিংহভাগ মানুষ ঢাকা ছেড়েছেন। তাই বিক্রেতারাও এখন খুব বেশি বিক্রির আশা করছেন না। তাদের অনেকেই জানান, ঈদের মূল কেনাকাটা শেষ। দিনের বেলায় এখন একেবারেই ফাঁকা থাকছে দোকান। ইফতারের পর কিছু ক্রেতা আসছেন। 

নিউমার্কেট এলাকার জামাকাপড়ের ব্যবসায়ী আরিফুল ইসলাম বলেন, ‘এখন তো আর তেমন মানুষ আসবে না। যা দু-একজন আসতেছে, এইটাও কম না। এবার যা বিক্রি হইছে ভালো হইছে। শেষ সময়ে এখন আর খুব বেশি বিক্রি হবে না।’ 

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট: ৭ জন কারাগারে, কিশোর উন্নয়ন কেন্দ্রে ৭

হিযবুত তাহরীরের ১৭ সদস্য ৫ দিনের রিমান্ডে

মাগুরার শিশুটিকে নেওয়া হলো সিএমএইচে

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিলে দেরিতে অ্যাকশনের ব্যাখ্যা দিলেন ডিএমপি কমিশনার

রিমান্ড শেষে আবার কারাগারে সালমান-মামুন

রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম

প্রেসক্লাবের ভেতর সাশ্রয়ী মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি

৪ বছরের শিশু ধর্ষণকালে ১৩ বছরের কিশোর আটক

সংগীত পরিচালক সুমন আহম্মেদ রঞ্জনের মৃত্যুবার্ষিকী পালিত

মোহাম্মদপুর-উত্তরা থেকে নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর ৪ সদস্য গ্রেপ্তার